বোরহানউদ্দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ অন্তবর্তীকালীন সরকারকে শুভেচ্ছা

ভোলার কথা
নাদিয়া হাওলাদার মিষ্টি, বোরহানউদ্দিন সম্পাদক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪

নাদিয়া হাওলাদার মিষ্টি, বোরহানউদ্দিনঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বোরহানউদ্দিনের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকার প্রধানকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ থেকে উপজেলা চত্বর পর্যন্ত বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়।

সেই সাথে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অভিযান চালানো হয়।

এসময়, নাদিয়া হাওলাদার মিস্টি, সমন্বয়ক
ভোলা সরকারি কলেজ জানান, আমাদের কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,মুহাম্মদ আল মামুন,
সমন্বয়ক বোরহানউদ্দিন, ভোলা সরকারি কলেজ,
সম্বনয়ক মো:মোকাম্মেল আলম, বোরহানউদ্দিন,
আল ফারদিন সিয়াম সহ-সমন্বয়ক, মোঃ রেদোয়ান -সহ সমন্বয়ক, মো:রাসেল- সহমন্বয়ক, মোঃ আলাউদ্দিন সদস্য, মো:ইমনয সদস্য,মোঃ নুরনবী সদস্য, মারিয়া সদস্য, আবরার বিন সালাউদ্দিন সদস্য, আবু তালহা শুভ সদস্য।

এসময়, স্থানীয় সচেতন জনগন জানান তাদের সাথে আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই এখন থেকে তারা সচেতন হলে সমাজ হবে আলোকিত।