ভোলায় বৃষ্টির মধ্যেই সমাবেশ, নিহতদের বিচার চেয়ে শিক্ষার্থীরা

ভোলার কথা
ভোলা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৪

ভোলা প্রতিনিধি:

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও গ্রেফতারের প্রতিবাদে ভোলায় সমাবেশ হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২ টার দিকে বৃষ্টির মধ্যে ভোলা সরকারি স্কুলের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে কালিনাথ বাজার, মহাজনপট্টি, চকবাজার ও নতুন বাজার ঘুরে একই স্থানে আসেন তারা।

এ সময় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা সমাবেশ থেকে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় মিছিল ও সমাবেশ চলাকালে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।