প্রকাশিত মানব বন্ধনের প্রতিবাদ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

 

ঢাকা মুক্তিযোদ্ধ যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ব্যানারে ভোলা সদর থানাধীন ০৮ নং আলী নগর চেয়ারম্যান মোঃ বশির আহম্মেদ গং দের বিচারের দাবীতে গত ২৫ শে নভেম্বর ২০২১ ইং তারিখে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানব – বন্ধন , ব্যানার , বক্তব্যসহ যে সকল লিখা উল্লেখ্য করেছে তাহা সম্পূর্ণ মিথ্যা , বানোয়াট , উদ্দেশ্য প্রনোদিত । মুলতঃ অর্থে আমি দীর্ঘ ২০১১ ইং সাল থেকে এ পর্যন্ত ৮ নং আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসিতেছি । ইউনিয়নে সরকার এর পক্ষ থেকে যে সকল অনুদান এবং টি.আর , কাবিখা সকল ধরনের ভাতা সহ সকল বিষয়ে আমি সঠিক ভাবে বিতরনসহ দায়িত্ব পালন করে আসিতেছি । আমার বিরুদ্ধে আজ পর্যন্ত ইউনিয়নে কোন পরিবার কোন অভিযোগ দিতে পারে নাই এবং অত্র ইউনিয়নে মাদক মুক্ত এলাকা হিসাবে ঘোষনা করেছি । বর্তমানে ইউনিয়নে মাদকের আবির্ভাব নেই বলে চলে । ঢাকা একটি কুচক্রি মহল মিলে আমাকে সমাজে হেও প্রতিপন্ন করার জন্য এবং আমার নির্বাচনী এলাকায় সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এই মিথ্যা ব্যানার লিখা মানব বন্ধন অশ্লিশ ভাষা ব্যবহার করেছে তা আজও সত্য নহে । আমি এই পরিকল্পিত মিথ্যা মানব বন্ধন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

মোঃ বশির আহম্মেদ চেয়ারম্যান ০৮ নং আলি নগর ভোলা সদর , ভোলা ।