দৌলতখানে ভুয়া সাংবাদিকদের রুখতে মূলধারার সাংবাদিকরা তৎপর
দৌলতখান প্রতিনিধি
ভোলার দৌলতখানে সম্প্রতি ভুয়া অনলাইন সাংবাদিকের দৌরাত্ম্য বেড়ে গেছে। তারা প্রেস, সাংবাদিক স্টিকার ও মনোগ্রাম সাঁটানো বিভিন্ন বাহন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। এতে পেশাদার ও প্রকৃত সাংবাদিকরা বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। অপ-সাংবাদিকদের রুখতে রোববার দৌলতখান প্রেসক্লাবে মূলধারার স্থানীয় সাংবাদিকরা এক আলোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রেসক্লাব সহ সভাপতি এম এ তাহের বলেন, অসৎ উদ্দেশে মানুষের চরিত্র হণণকারী চাঁদাবাজ এসব সাংবাদিকদের এখনই রুখতে হবে। সম্পাদক মেহেদী হাসান শরীফ বলেন, ভুঁইফোড় তথাকথিত কিছু সাংবাদিকের অপতৎপরতার কারণে প্রকৃত সাংবাদিকরা বিব্রত। ভুয়া সাংবাদিকদের রুখতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সাবেক প্রেসক্লাব সভাপতি শ.ম ফারুক বলেন, ফেসবুক ও অনলাইনের সহজলভ্যতায় এখন অযোগ্যরাও সাংবাদিকতার কার্ড নিয়ে দৌঁড়ঝাপ করছে। আলোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন, সহ সভাপতি মো: জাকির আলম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক তানভীর মৃধা, সদস্য মো: মামুন, রাকিব হোসেন প্রমুখ।