মনপুরায় দুঃস্থ,অসহায়, অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

ভোলার কথা
শহিদুল ইসলাম, মনপুরা প্রতিনিধিঃ সম্পাদক
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

 

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধিঃ

ভোলার মনপুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুঃস্থ্য, অসহায়, অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরন উদ্ভোধন করা হয়েছে।

উপজেলার ৪টি ইউনিয়নে ৭হাজার ৫০ জন গরিব অসহায় পরিবারের লোকজন এই সুবিধা পাবেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় হাজির হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নীচে ৯টি ওয়ার্ডের দুঃস্থ, অসহায় গরীব অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

হাজির হাট ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ২ হাজার ২ শত ৫৬ দুস্থ্য অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।

চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন ২ নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, ইউপি সচিব মোঃ ইয়াজ উদ্দিন সিরানসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে অপর তিনটি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় পরিবারের মাঝে এই ভিজিএফ এর চাল ১০ কেজি করে বিতরন করা হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

উল্লেখ্য মনপুরা ইউনিয়নে ১৬৯২ জন গরিব অসহায় পরিবার ,উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১৫৫১ পরিবার ও দক্ষিন সাকুচিয়া ইউনিয়নে ১৫৫১ গরিব অসহায় অতিদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই চাল বিতরন করা হবে।