ভোলায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

মোঃ পারভেজ ভোলা প্রতিনিধি।।

ভোলায় স্কুল- কলেজ,মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দাবীতে, পীর সাহেব চরমোনাই এর আহবানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২ সেপ্টেম্বর) সকল ১০ টায়ে ভোলার সদর রোডে অবস্থিত কেজাহান মার্কেটের সামনে মাওলানা ইউসুফ আদনানের সঞ্চালায়ে হাফেজ মুহাম্মদ সুলাইমানের কন্ঠে পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি । যুব আন্দোলনের দায়িত্বশীল মাওলানা মোহাম্মদ ইব্রাহিম,ভেলা সদর থানার
সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রব। ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, ভোলা জেলা উত্তরের সাবেক সভাপতি -আলহাজ্ব মাওলানা তাজউদ্দিন ফারুকী ও অন্যান্য নেতৃবৃন্দগন।

ভোলা জেলা উত্তর শাখার সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা তাজ-উদ্দিন ফারুকী বলেন,
করোনা মহামারীর মধ্যে রাজপথে নামতে হবে এটা আমার জীবনেও কল্পনা করিনি। দেশে কল-কারখানা সহ সব কিছু চলমান থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের সন্তানরা আজকে বিভিন্ন নেশাদ্রব্য ও মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়েছে। আমি বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এই মানববন্ধনের মাধ্যমে উদাত্ত আহবান করেছি,সেপ্টেম্বর মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। অতি অবিলম্বে! শিক্ষাপ্রতিষ্ঠান যদি খুলে দেওয়া না হয়, তাহলে শিক্ষামন্ত্রীসহ, সকল মন্ত্রীদের গাড়ির চাকা এদেশের শিক্ষার্থীদের বুকের উপর দিয়ে চালাতে হবে।

তিনি আরো বলেন, আপনারা আমাদের ভাষা বুঝতে চেষ্টা করেন! আপনাদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে,তারা অনলাইন ক্লাস করতে পারে। কারন তারা প্রযুক্তি বুঝে। কিন্তু এদেশের খেটে খাওয়া মানুষের সন্তানরা প্রযুক্তির আওতায় এসে অনলাইনে ক্লাস করতে পারেনা।

প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মমতাজির দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘটে।