লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

ভোলার কথা
লালমোহন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহন কালমা ইউনিয়নে একটি বিদ্যালয় নিচ তলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৯টার দিকে কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলা থেকে এ শর্টগানটি উদ্ধার করা হয়।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, একটি গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৯টার দিকে কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলায় ফাঁকা জায়গায় ব্যাডমিন্টন রাখার কভারে রক্ষিত শটগানটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রের গায়ে ইংরেজিতে ‘জবসরহমঃড়হ ৮৭০ ঊঢচজঊঝঝ গঅএঘটগ ঈ ৫৫০৬৪০ গ’ লেখা। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।