লালমোহনে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

ভোলার কথা
লালমোহন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

লালমোহন প্রতিনিধিঃ

৫ম শ্রেণির কন্যা শিশুদের টিকাদানের মধ্য দিয়ে লালমোহনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভার আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. তৈয়বুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ আলম, পৌরসভার সচিব মো. আরিফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল ইসলাম নোমান, হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন সুলতানা প্রমুখ।

‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রমটি ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এবং ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে মেয়েদের এই টিকা প্রদান করা হবে বলে জানা যায়। উল্লেখ্য, ভোলার লালমোহন উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার রোধে এইচপিভি টিকা পাবে ১৯ হাজার ৬৭৭ জন কিশোরী এবং লালমোহন উপজেলায় বিভিন্ন পর্যায়ের ৩৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির ১৮ হাজার ৮৬২ জন ছাত্রী এবং কমিউনিটি পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী ৮১৫ জন কিশোরী এই এইচপিভি টিকা পাবে।