জামায়াতে ইসলামীর কর্মী-সহযোগী সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী-সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ৩টায় উপজেলার ফকিরহাট বাজারে জামায়াতে ইসলামীর ২নং হাজিরাহাট ইউনিয়ন শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজিরহাট ইউনিয়ন সভাপতি মাওলানা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো. বাবর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতের বরিশাল অঞ্চলের সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমির মো. আমির হোসাইন, মনপুরা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, নায়েবে আমির মো. আমিনুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক নুরুন্নবী শিবলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাজিরহাট ইউনিয়ন সেক্রেটারী মো. শাহজাহান। সামাবেশে বক্তারা বিভিন্ন কার্যক্রম ও উদ্দেশ্য আলোচনা করেন এবং তাদের কর্মী-সহযোগীদের একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আমির মাওলানা আবু সুফিয়ান, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা ওয়ালীউল্ল্যাহ, বায়তুলমাল সম্পাদক মো. আলাউদ্দিন, জামায়াতে থানা সূরা কর্ম পরিষদের সদস্য মাওলানা মতিউর রহমান নিজামীসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।