মনপুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মনপুরা প্রতিনিধিঃ
মনপুরায় এক মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিজানকে আটক করেছে পুলিশ।
রোবাবার গভীর রাত সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে ওই মাদক ব্যবসায়ীর মুদি দোকানে অভিযান চালিয়ে মাদকসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সোমবার সকালে সাড়ে ১০ টায় আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করে পুলিশ। এই সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়। আটককৃত হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা মৃত রফিজলের ছেলে মিজান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট বাজারে মুদি দোকানে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিজানকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসায় করছেন। এর আগে কয়েকবার তার মুদি দোকান থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদকা রয়েছে। তিনি একাধিকবার জেল খেটেছেন।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর কোর্টে চালান করে রিমান্ডের আবেদন করেছি।