প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪
ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে মো. হাসান সাজি (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হাসান সাজি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামের মো. আব্দুল হাসেম সাজির ছেলে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হাসান সাজি দক্ষিণ বালিয়া গ্রামে শিমের চাষ করেন। তার ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে তিনি সোমবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শিম ক্ষেতে কীটনাশক দেন। কীটনাশক দিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার কিছুক্ষণ পর বমি করতে থাকলে তার পরিবারের সদস্যরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।