জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে রাজাপুরের চর রামমোহন দখল চেষ্টা ও কৃষকদের মারধরের অভিযোগ

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

আইনশৃংখলা বাহিনীর হাতে বহুবার আটককৃত মেঘনার চিহ্নিত জলদস্যু আলতু মাতাব্বরের বিরুদ্ধে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চর রামমোহনের কৃষকদের মারধোর ও তাদের জিনিসপত্র লুটপাট করে চর দখলের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সরজমিনে ঐ চরে গেলে কৃষক নুরুল ইসলাম, বাবুল, হেলালসহ অনেকে অভিযোগ করেন গত সোমবার আলতু মাতাব্বর ও তার জামাতা জাহাঙ্গিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরে এসে কৃষকদের উপর হামলা মারধর করে তাদের মোবাইল ফোনসহ জিনিসপত্র লুটপাট করে নিয়ে য়ায়। এরপর তাদেরকে চর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়। চর ছেড়ে চলে না গেলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেয়। কৃষক নুরুল ইসলাম, বাবুল জানায় এই চরের জমির মালিক রাজাপুরের মরহুম মোফাজ্জল চৌধুরীর উত্তরসূরীরা। তাদের চাষা হিসেবে তারা এখানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চরে তাদের বাপ চাচারা প্রায় ৩০ বছর যাবত চাষাবাদ করে আসছেন কোন সমস্যা হয়নি। গত বছর আওয়ামী লীগের সময় সাবেক ইউপি চেয়ারম্যান মিজান খা এখানে আলতু মাতাব্বরের জামাতা জাহাঙ্গিরকে কয়েকশত মহিষ নিয়ে এই চরে প্রবেশ করায়। এরপর থেকেই আস্তে আস্তে ঝামেলা শুরু। গত ৫ আগষ্ট সরকার পতনের পর জাহাঙ্গির চর থেকে পালিয়ে গা ঢাকা দেয়। হঠাত করে গত সোমবার আলতু মাতাব্বর ও তার জামাতা জাহাঙ্গিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরে এসে কৃষকদের উপর হামলা মারধোর করে তাদের মোবাইল ফোনসহ জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। তাদের হামলায় চরের ৭/৮ জন কৃষক গুরুতর আহত হয় বলে জানা গেছে। কৃষকদের হামলার পর তাদেরকে চর ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়। চর ছেড়ে চলে না গেলে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেয়। সকলের প্রশ্ন হঠাৎ করে চরে কৃষকদের উপর মেঘনার চিহ্নিত জলদস্যু আলতু মাতাব্বরের নেতৃত্বে হামলার পিছনে তার শক্তির উৎস কি?

এ ব্যাপারে আলতু মাতাব্বরের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চরের কৃষকরা দাবী করছেন পুলিশ প্রশাসনের লোকজন যেন সরজমিনে পরিদর্শন করে কৃষকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়।

রাজাপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা নন্দলাল জানান, চর রামমোহন ভোলা লক্ষীপুর সীমান্তবর্তী ভোলা জেলার মধ্যের ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডিয় সম্পত্তি। মেঘনায় ভেঙে যাওয়ার পর এখন ডুবোচর। জোয়ারে ডুবে ভাটায় ভেসে উঠে।

ভোলা মডেল থানার ওসি মো: হাচনাইন পারভেজ জানান, চর রামমোহনে কৃষকদের উপর হামলা মারধোর বা লুটপাটের অভিযোগে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।