গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ
‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বর্নাঢ্য আয়োজনে উদযাপন করা হয় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় এক বর্নাঢ্য র্যালি। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ভোলার সদরস্থ যুগিরঘোল মোড়ের ভোকেশনাল রোডে অবস্থিত প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জানা গেছে, ৫৪ বছর পূর্বে বাংলাদেশে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায় ও কল্যাণের লক্ষে গড়া সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলাচনা সভা। সংগঠনটির সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা সরকারি টেকনিকেল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দে, বর্তমান অধ্যক্ষ নীল রতন দত্ত, সাবেক গণপূর্ত প্রকৌশলী আবুল কাশেম, সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল আলম, অর্থ সম্পাদক মোঃ আনিসুর রহমান ও বিএডিসির সহকারী পরিচালক মোঃ ফরিদুজ্জামান ভুইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই উপস্থিত নবাগত ডিপ্লোমা ইঞ্জিনিয়রদের উদ্দেশ্যে বলেন, আপনারা নতুন প্রজন্মের প্রকৌশলী। তাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হলো আপনারা সুসংগঠিত হয়ে আইডিইবিকে আরো শক্তিশালি সংগঠনে রুপান্তরিত করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মোঃ ফয়েজুর রহমান, মোঃ শাহাদত হোসেন, মোঃ কায়েস হাওলাদার, মোঃ শহিদুল্যা, মোঃ মিজানুর রহমান, হাবিদুর রহমান আজাদ, শিউলী আক্তার, মোঃ বেল্লাল নাফিজ, মোঃ ছায়াদ হোসেন, মোঃ হোসাইন সরদার, মোঃ হাসান সরদার, মোঃ নাঈম হাওলাদার, মোঃ জামাল উদ্দিন মাহফুজ, মোঃ ইসলাম লিমন, মনিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম শামীম, মোঃ শরীফুল ইসলাম,হাসনাইন আহমেদ, মোঃ সাব্বির, মোঃ কাওসার ও মোঃ আশরাফুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।