ভোলায় জাতীয় যুব সংহতির পৌর ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি ভোলা পৌর শাখার কমিটি ও তার আওতাধীন পৌরসভার ৯টি ওয়ার্ডের সবকটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা জেলা শাখার নতুন বাজারস্থ কার্যালয়ে পূর্ব নির্ধারিত সভা ডেকে ভোলা জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, ভোলা পৌর কমিটির নেতৃবৃন্দ, সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ ৯ ওয়ার্ডের সকল নেতা-কর্মীদের উপস্থিতিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ভোলা জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু।

এসময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা এখন থেকে পৌরসভার সকল ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা শুরু করেন। প্রতিটি ওয়ার্ডে নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটি করা হবে এবং সকল ওয়ার্ড কমিটি গঠিত হওয়ার পরে মাননীয় চেয়ারম্যনের নির্দেশ মোতাবেক পৌর শাখা যুব সংহতির সম্মেলনের মাধ্যমে ভোলা পৌর যুবসংহতির নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

ভোলা পৌর শাখা যুব সংহতির সভাপতি মাহিদুল ইসলাম শুভ’ এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা শাখার আহবায়ক নুর আলম সিদ্দিকী টিটু আরো বলেন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকা-ের অংশ। এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি। এছারাও বিশেষ অতিথির বক্তব্যে ভোলা জলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন বলেন, আগামী দিনে ভোলার পাড়া-মহল্লা, পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে যুব সংহতির সকল ইউনিট কমিটিগুলোকে শক্তিশালী করতে হবে এবং ভোলার সব মানুষের কাছে যুবসমাজের অহংকার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের তথা বিজেপির দাওয়াত পৌছে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভোলা জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সম্পাদক কামাল উদ্দিন সর্দার বলেন, আমরা সবাই ঐক্যবদ্য হয়ে যুব সংহতিকে আরো বেশী এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ছাত্র সমাজ নেতা মো: শাওন বলেন, আমাদের নেতা ভোলা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন করবেন। অতএব আমরা সকলে ঐক্যবদ্য থেকে ভোলায় ঘরেঘরে বিজেপির দূর্গ গড়ে তুলতে হবে এবং পার্থ ভাইর হাতকে শক্তিশালী করতে হবে। অনুসঠানে বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির নেতা মো: বাবুল, মাইনুল মিঝি ও মোঃ বাবু।

এসময় সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব সংহতির নেতা সালাউদ্দিনসহ সকল জেলার নেতৃবৃন্দরা, পৌর যুব সংহতির সম্পাদক মো: দুলাল, ভোলা সদর উপজেলা যুব সংহতির সভাপতি আবু তাহের, রাজিব, আরিফ, রুবেল, মিজান, মহসিনসহ ভোলা পৌর যুব সংহতির ৯টি ওয়ার্ডের বর্তমান সভাপতি, সম্পাদকসহ সকল নেতৃস্থানীয় নেতাকর্মীরা।