ভোলায় হেফাজতের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা সদর উপজেলা শাখার উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৭টায় শহরের মহাজনপট্টি বড় জামে মসজিদে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদারের সভাপতিত্বে দায়িত্বশীলদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য জামিয়া মাদানিয়া বারিধারর শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফি। অনুষ্ঠানে চলতি মাসের মধ্যে উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন শাখা ও পৌর শাখা কমিটি গঠন করার পরিকল্পনা হাতে নেয়া হয়। এছাড়া আগামী শুক্রবার বাদ জুমা ভোলায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। সম্প্রতি উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত করা হয়েছে এমন এক বিতর্কিত ব্যক্তি যে, সমকামিতাকে প্রমোটকারী, পরকিয়ায় উদ্বুদ্ধকারী, নাট্যকার ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি রহ. কে তেঁতুল হুজুর বলে কটাক্ষ করেছিল। অনতিবিলম্বে তার অপসারণের দাবি জানানো হয়।

এছাড়াও অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদী, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নান সাহেব, সিনিয়র সহ-সভাপতি মুফতি কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাকসুদুর রহমানসহ সদর উপজেলা শাখার প্রায় শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।