আওয়ামী ফ্যাসিস্ট বিচারকদের অপসারণের দাবিতে ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিক্ষোভ

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে গন হত্যার বিচার ও আওয়ামী ফ্যাসিস্ট বিচারকদের অপসারণের দাবিতে ভোলায় জর্জকোট ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

দ্বীপ জেলা ভোলার আইন ও বিচার বিভাগে এখনো সংস্কার হয়নি। তারই প্রতিবাদে আজ রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় জেলার বৈষম্য বিরোধী ছাত্র-জনতা শহরে বিক্ষোভ, প্রতিবাদসভা ও আদালত ভবন ঘেরাও করছেন। জেলার কোর্ট ভবন অভ্যন্তরে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রতিবাদসভা করেন। এসময় বক্তব্য রাখেন- ছাত্র নেতা মো: রাহিন, মো: মাসুম মিয়াজি, মো: নাঈম, মো:মেহদীসহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা অনতিবিলম্বে ভোলার কোর্ট ও আদালতে এখনো বহাল তবিয়তে থাকা স্বৈরাচার আমলের বিচারক, আইনজীবী ও অসাধু কর্মকর্তাদের অপসারণ দাবী করেন।

আদালত ঘেরাও শেষে ছাত্র জনতা শহরে বিক্ষোভ করে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিষয়টির তরিৎ সুরাহা করতে ডিসিকে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে জেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মো: নাঈম জানান, ভোলার আদালতের পরিবেশ পরিবর্তন করা না হলে,ছাত্র জনতা দুর্ণীতিবাজদের হটাতে বাধ্য হবেন।