ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের সমাপনি

ভোলার কথা
ভোলা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

ভোলা প্রতিনিধিঃ

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ছাগল এবং হাঁস-মুরগী পালন বিষয়ক তিন দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠোনের আয়োজন করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) প্রশিক্ষণটির আয়োজন করে।


অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রেখে ব্যাগ ও নগদ অর্থ বিতরণ করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। এছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ছাগল ও হাঁস-মুরগী পালনের দক্ষতা বৃদ্ধি ও পুজির ব্যবস্থা করা হয়েছে, যা তাদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।