ইফাদ সভাপতি,সাইফুল সাধারণ সম্পাদক,রুবেল কে সাংগঠনিক সম্পাদক করে মুক্ত বাংলার কমিটি গঠন
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি
আর্ত মানবতার সেবা নিয়ে, অসহায়ের পাশে মুক্তিযুদ্ধের চেতনায় মানবতার সেবা নিয়ে এই প্রতি পাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভোলা জেলা মুক্ত ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর কমিটি গঠন করা হয়েছে।
মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কমিটিতে আগামি দুই বছরের জন্য ইসরাফিল ইফাদ কে সভাপতি,মোঃ সাইফুল ইসলাম আকাশ কে সাধারন সম্পাদক, এম রহমান রুবেল কে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, ভোলা জেলা শাখার ২৭ জন কে কমিটি করে পদ ঘোষণা হয়েছে।
নির্বাচিত কমিটির সদস্যরা হলেন:
(১) সভাপতি: ইস্রাফিল ইফাদ।
(২) সহ-সভাপতি ১: ওমর সিরাজি।
(৩) সহ-সভাপতি ২: শাহ্ এমরান সোহাগ।
(৪) সহ-সভাপতি ৩: এম.জামিল হোসেন।
(৫) সাধারণ সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম আকাশ।
(৬) যুগ্ম-সাধারণ সম্পাদক ১: মেহেদী হাসান।
(৭) যুগ্ম-সাধারণ সম্পাদক ২: আফসার রাজু।
(৮);যুগ্ম-সাধারণ সম্পাদক ৩: আনোয়ার হোসেন সুমন।
(৯) সাংগঠনিক সম্পাদক ১: এম. রহমান রুবেল।
(১০) সাংগঠনিক সম্পাদক ২: আরিফ হোসেন রাঢ়ি।
(১১) সাংগঠনিক সম্পাদক ৩: নোমান হোসেন।
(১২) সাংগঠনিক সম্পাদক ৪: আরিফ হোসেন
(১৩) সাংগঠনিক সম্পাদক ৫: রাখান জয়।
(১৪) প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন।
(১৫) দপ্তর সম্পাদক : সোহেবুল ইসলাম সিয়াম
(১৬) অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক: আরিফুজ্জামান আজাদ।
(১৭) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মনিরুল ইসলাম সোহেল
(১৮) শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: তহিদুর রহমান।
(১৯)স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: মোঃ ইসমাইল।
(২০) তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: ইমন সিকদার।
(২১) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক: জাহিদ হাসান।
(২২) বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: শরিফ হোসেন।
(২৩) বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো: রিপন।
(২৪) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: হাসনাইন আহাম্মেদ।
(২৫) মহিলা বিষয়ক সম্পাদক: রোকেয়া বেগম।
(২৬) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক: শীমা বেগম।
(২৭) শিল্প, বাণিজ্য ও কৃষি উন্নয়ন বিষয়ক সম্পাদক: মোঃ মমিন প্রমুখ।
চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার বলেন,
মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সমৃদ্ধ সমাজ ব্যাবস্থা গড়ে তোলার লক্ষ্যে নিম্নোক্ত প্রকল্প নিয়ে কাজ করছি।
এই প্রকল্পগুলো হল
১. সুশিক্ষা
২. আত্ননির্ভরশীলতা
৩. স্বাস্থ্য ও জলবায়ু
৪. আইনি সহায়তা
৫. প্রতিবন্ধী সহায়তা
৬. তৃতীয় লিঙ্গ সহায়তা
তিনি আরো বলেন,
সকলের সার্বিক সহযোহিতা ও পরামর্শ আমাদের সংগঠনের কার্য্যক্রম কে এগিয়ে নিতে আরো বেশি সাহায্যে করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
তিনি সকলের উদ্দেশ্য অবগত করেন যে আগামিতে এই কমিটির মাধ্যমে দ্বীপ জেলা ভোলায় অসহায় সুবিধাবঞ্চিত গরিব লোকজনদের নিয়েই আমাদের পথচলা এবং তাদের পাশে দাড়ানো ই আমার দায়িত্ব।
তাদের কথা চিন্তা করে ভোলায় সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায় দুস্থ রোগীদের আনা নেওয়া করার জন্য ২টি এ্যামবুলেন্সএবং নদী পথে ২টি স্প্রীডবোট ও,একটি মিনি হাসপাতা দিয়ে তাদের কে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে এটা আমাদের পরিকল্পনা আছে।। আমরা মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর জন্য জমি দেখতেছি। জমি ক্রয় হলে ই এটাকে বাস্তবায়নে রুপদান করা হবে ইনশাআল্লাহ ।
পরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুক্ত বাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার।