ইলিশায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

 

(স্টাফ রিপোর্টার) রাকিব হাওলাদার।।
ভোলা সদর উপজেলার ইলিশা জংশন লঞ্চঘাট এলাকায় ৩কেজি গাঁজাসহ কাউসার মৃধা(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার, ফরিদপুর ইউনিয়নের, ঈসাপুরা ৩নং ওয়ার্ডের, মৃত ইসমাইল মৃধার ছেলে বলে জানা গেছে।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে, মাননীয় পুলিশ সুপার ভোলা জেলা মহোদয় এর নির্দেশক্রমে সদর সার্কেল স্যারের প্রত্যক্ষ দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা সাহেবের তত্ত্বাবধানে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের, এসআই মোঃ ফরিদ সঙ্গীয়, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা কালে তাকে আটক করা হয়। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।