নিহত নুরে আলম ও রহিমের পরিবারকে হাফিজ ইব্রাহিমের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টারঃ
ভোলায় নিহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বুধবার (৫ মার্চ) সকালে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মিয়ার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবারকে দুই লাখ টাকা এ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় টেলিকনফারেন্সে হাফিজ ইব্রাহিম বলেন, ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের হাতে নিহত আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত কখনও আমরা বৃথা যেতে দেব না। আমরা প্রতিশ্রুতি দিতে চাই যে, বিএনপি সব সময় এই শহীদ পরিবারের পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সম্পাদক আল-আমিন হাওলাদার, দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, যুবদল নেতা আবু হেনা রিয়াজ, খন্দকার জুলু প্রমুখ।