প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভোলা জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠআনে কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মুহাম্মদ শওকাত হোসেন। সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে শহরের চিলি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে মালিক সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাবেক অধ্যক্ষ খালেদা খানম, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, সহ-সভাপতি জামাল উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম টিটব, সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল মালেক, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, এশিয়া ডায়গনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়ারুল আলম লিটন, ভোলা সদর হাসপাতালের সাবেক আরএমও ডাক্তার শাহ আলম, জেলা শিক্ষা অফিসের তথ্য ও গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, জেলা স্বোচ্ছাসেবকদল সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, যুবদল সম্পাদক আব্দুল কাদের সেলিম, শ্রমিক দল সভাপতি শহিদুল আলম মানিক, সম্পাদক তানভির তালুকদারসহ পুরো ভোলা জেলার বিভিন্ন ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের প্রতিনিধিগণ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস শহীদ তালুকদার ও কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটন।