১ দফা প্রচারণায় বোরহানউদ্দিনে কেন্দ্রীয় ছাত্রদল টিম

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেছেন, আগামী দিনে দেশ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে কয়েক দিন আগে দেশবাসীর কাছে ৩১ দফা উপস্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা দলগতভাবে মনে করি, সেই ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে শান্তি আসবে ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। জুলাই-আগষ্ট বিপ্লব পরবর্তী শিক্ষার্থীরা কেমন ছাত্র রাজনীতি ও শিক্ষাঙ্গন চায়, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানের জন্য দেশের সাধারণ শিক্ষার্থীদের এ সংবাদটি পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদল তাঁর নির্দেশ মতো এ কার্যক্রম গ্রহণ করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বোরহানউদ্দিন মহিলা কলেজ মাঠে শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর সাথে ছিলেন কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল। তিনি আরও বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের ৩৮টি টিম সারা দেশে এ সংবাদটি পৌঁছাবে। তিনি আজ বোরহানউদ্দিন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন ছাত্রদলের উপজেলা সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ নেতৃবৃন্দ।