বোরহানউদ্দিনে মধ্যযুগীয় কায়দায় জামাইকে নির্যাতন করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

মিলি শিকদারঃ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ৬ নং ওয়ার্ডে শ্বশুর কর্তৃক জামাই আরিফকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, আরিফের সাথে একি এলাকার বাসিন্দা মিতু বেগমের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। কিন্তুু বিয়ের পর থেকে আরিফের শ্বশুর বাড়ির লোকজন তার সাথে অশোভন আচরণ করতে থাকে। তার শ্যালক শাকিব ও চাচাত শ্যালক সোহেল,আরিফকে বিভিন্ন সময় মারধর ও হুমকি দেয়। তারা আরিফকে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতন করে।আরিফ গণমাধ্যমকর্মীদের কে জানায়,সোহেলের সাথে তার স্ত্রীর মিতু বেগমের অবৈধ সম্পর্ক ছিল। এ বিষয়ে সে মুখ খুললে তার প্রতি নেমে আসে নির্যাতনের কালো ছায়া। গত রবিবার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে রাস্তার পাশে ওৎ পেতে থাকা আরিফের শ্বশুর মোঃ শাহাবুদ্দিন তার চাচা শ্বশুর শফিক ডুবাই তার শালা শাকিব এবং সোহেল আরিফের ওপর অর্তকিত আক্রমণ চালায়। আক্রমণের একপর্যায়ে আরিফ মাটিতে লুটিয়ে পড়ে। তারা আরিফের মাথায়, চোখ ও দু পায়ে মারাত্মক জখম করে। সেই সময় আরিফের সাথে থাকা মোটরসাইকেল নগদ টাকা ও মোবাইল টি তার শ্বশুরবাড়ির লোকজন আত্মসাৎ করেন। পরে স্থানীয় লোকজন এসে আরিফকে অচেতন অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন ফকির জানান অভিযোগ পেলে আমরা উপযুক্ত ব্যবস্থা নিব।