এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

ভোলার কথা
স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

 

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও ভোলা ১ আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে, তার গ্রেফতারে সংবাদ পেয়ে দৌলতখান ও বোরহানউদ্দিনের বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।