দৌলতখানে ভয়াল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

ভোলার কথা
আশরাফ উদ্দিন, (দৌলতখান পৌরসভা) প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

আশরাফ উদ্দিন (দৌলতখান পৌরসভা) প্রতিনিধিঃ

১৯৭০ সালে ভয়াল ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ে নিহতদের স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে দৌলতখান প্রেসক্লাবের আয়োজনে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

কালের স্বাক্ষী ১৯৭০ সালের এই ভয়াল ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও ব্যাপক জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। এর মধ্যে লক্ষাধিক মানুষের মৃত্যু হয় ভোলাতেই। তখন উপকূলীয় দ্বীপাঞ্চলসহ দক্ষিণাঞ্চলের বহু এলাকা বিরাণভূমিতে পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান, সিনিয়র সহ-সভাপতি, ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাহাজান সাজু, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।