দৌলতখান বাজার সমিতির সভাপতি ফিরোজ, সম্পাদক সাগর

ভোলার কথা
আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মধ্য বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজিব সুপার মার্কেটের ২য় তলা একটানা ভোটগ্রহণ চলে।

এ নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে মোঃ ফিরোজ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়েদ ইকবাল ছাতা প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়েছেন।

এ ছাড়া মোঃ ফজলে রাব্বি সাগর তার কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

সমিতির বিজয়ী প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ হাছান, প্রচার সম্পাদক মোঃ রাসেল।

উল্লেখ্য, দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২৪ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন দৌলতখান ৩৩ নং দিদার উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব।