ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় সমাজসেবার অটো রিক্সা বিতরন

ভোলার কথা
আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ইব্রাহিম (৩০) কে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করার জন্য বিকল্প কর্মসংস্থান হিসেবে সংসার পরিচালনার জন্য একটি অটোরিকশা প্রদান করা হয়। ইব্রাহিম উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

আজ ২২ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভুগী পঙ্গু ইব্রাহীমকে অটো রিক্সা চাবি প্রদান করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার পাপিয়া সুলতানা, এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই প্রকল্পের আওতায় এই পর্যন্ত দুইজন ভিক্ষুক অটোরিকশা প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে।