প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
ভোলা -২ আসন প্রয়াত বিএনপির নেতা-কর্মীর কবর জিয়ারত করেন সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম
মোঃ মামুনুর রশীদ মামুন (বিশেষ সংবাদদাতা) :
ভোলা -২ আসনের সাবেক সাংসদ ও উন্নয়নের রূপকার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভোলার – ২ আসনে প্রায় ৭ দিন তার নির্বাচনী এলাকায় দৌলতখান -বোরহানউদ্দিন সফরকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের কবর ও যে সকল নেতা-কর্মীরা মৃত্যু বরণ করেছেন দৌলতখান -বোরহাউদ্দিন বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ জনাব মাকসুদুর রহমান শিকদার , ওবায়দুল হক মিয়া, মোজাম্মেল হক মিয়া, নজিউল্লাহ মাস্টার, গোলাম কিবরিয়া বাদল, ইউসুফ হোসেন উকিল, কাঞ্চন মিয়া, ফজলুল হক হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, শাহসুফিয়ান নাগর মিয়া, খন্দকার মোহাম্মদ জসিম, মাহমুদুল্লাহ ফরাজী সহ অনেকের কবর জিয়ারত করেন। তাদের পরিবারবর্গ খোঁজ খবর নেন।
এ সময়, দৌলতখান -বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন ত্যাগী নেতা-কর্মীরা উপস্থিত ছিল।