দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো: সাইদুজ্জামান’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং এলাকা ভিত্তিক দায়িত্ব বন্টন করে শৃঙ্খলা রক্ষায় কাজ করতে অনুরোধ করেন।
এসিলেন্ড মুন্নি ইসলাম দৌলতখানকে একটি আগামীর বৈষম্য বিরোধী বাংলাদেশ’র একটি রোলমডেল হবে কেননা দৌলতখান এখন পর্যন্ত অত্যন্ত সুশৃংখল আছে, এটা দৌলতখান’র সকলের প্রচেষ্টার অর্জন।
নৌবাহিনীর লে:কমান্ডার সাদ সাজলিন শুভ, পুলিশ প্রশাসনকে জনসাধারণের জন্য উন্মুক্ত ভাবে কাজ করতে পরিবেশ সৃষ্টির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল, আশাবাদ ব্যক্ত করেন যে বিগত দিনের মতো আর দলীয় লেজুড়বৃত্তি করবেন না, এখন থেকেই জনগণের পুলিশ হবে।
একসময় বক্তব্য রাখেন উপজেলা মার্কাজ মসজিদের খতিব ও মাওলানা মাহাবুবুর রহমান, বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম, এছাড়াও বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। তখন প্রকৃত মুসলিম ভাইদের কাছে সবসময় সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ।
দৌলতখান উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন বিশৃঙ্খলা প্রতিরোধে ইউএনও ও ওসি’র সার্বিক সহযোগিতা কামনা করেন, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া অপরাজনীতি প্রতিরোধে দলীয় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং প্রসাশনকে সার্বিক সহযোগিতার বিষয়ে আস্বস্ত করেন ও হেফাজতে ইসলামের পক্ষে মাওলানা মোঃ সামছুদ্দিন বক্তব্য রাখেন।
সকলের বক্তব্যের মধ্যে একটা কথাই উঠে আসে যে বৈষম্য বিরোধী দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করে দেশকে সুন্দর ভাবে গড়ে তোলার বিষয়ে একমত পোষন করা হয়। দৌলতখান’র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পদক্ষেপ গ্রহণ করতে উপজেলা প্রশাসন ও সর্বদলীয় ছাত্র জনতার অংশগ্রহণ মুলক একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।