অসহায় পরিবারকে মামলায় ফাসিয়ে জোর করে বসত ঘর দখল
মোঃ ইসমাইল, বিশেষ প্রতিনিধি
দৌলতখান উপজেলার পৌরসভা ৭ নং ওয়ার্ডে মৃধা বাড়িতে একটি অসহায় পরিবারকে ফাঁসাতে মিথ্যা প্রেমের নাটক সাজিয়ে পরিবারটির বিরুদ্ধে মামলে করে বিলকিছ নামক মেয়েটি।
অথচ বিলকিছের ইতি পূর্বে দুটি বিয়ে হয়েছে। সর্বশেষ স্বামীর সাথে ছারা ছারিও হয়নি তার। ইতিমধ্যে ফুফুর বাসায় বেড়াতে গিয়ে দৃষ্টি পরে ফুফুর পাসের ঘড়ের রাজমিস্ত্রি জুয়েল এর উপড়। সাজিয়ে মিথ্যা প্রেমের নাটক। বিয়ে করতে জুয়েল কে প্রলুব্ধ করে বিলকিছ। জুয়েল অসম্মতি জানালে নানান তালবাহানা করে মারধর এর মিথ্যা নাটক সাজায়। একটি মহলকে কব্জা করে জুয়েলের বাড়িতে ঘড়ের সামনে অনসন করে। পড়ে জুয়েলের বিরুদ্ধে মামলা করে কোর্টে যা চলমান। কোন ধরনের সম্পর্ক না থাকার পড়েও জোর করে জুয়েলের হত দরিদ্র পরিবারটি কে তারিয়ে তাদের ঘড়ে একাই বসবাস করছে বিলকিছ।পথে পথে ঘুড়ছে হত দরিদ্র পরিবারটি। বিলকিছের ভয়ে ঘড় ছারা পরিবারটি পালিয়ে বেরাচ্ছে। ঘড়ে উঠতে পারছেনা কেউ। পৌরসভা ৭ নং ওয়ার্ডের মৃত শাহে আলমের ছেলে জুয়েল পেশায় রাজমিস্ত্রি। অসহায় পরিবারটি প্রশাসন সহ গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন।