তজুমদ্দিনে দুইচেয়ারম্যানসহ ৯ জনের মনোনয়ন প্রত্যাহার
স্টাফ রিপোর্টারঃ
ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে দুইজন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার তিনটি ইউনিয়নে মোট ১শত ৬০ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করবেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল ৩টি ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৩টি ইউনিয়নে মোট ১৪ চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও তিনটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১২৬জন ও সংরক্ষিত পদে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বুধবার (২৪ মার্চ) ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন। সকাল ৯ টায় শুরু হয়ে প্রত্যাহার কার্যক্রম চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে তিনটি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শম্ভুপুরে শাহাবুদ্দিন ও চাঁচড়ায় এম আলাউদ্দিন জামাল তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এছাড়াও সাধারণ সদস্য পদে চাঁদপুরে ২নং ওয়ার্ডে নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডে রুহুল আমীন, ৭নং ওয়ার্ডে ইব্রাহীম, শম্ভুপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৫নং ওয়ার্ডে রিয়াজ ও চাঁচড়ায় সংরক্ষিত নারী সদস্য পদে ৭,৮,৯নং ওয়ার্ডে নাছরিন বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
রিটার্নিং কর্মকর্তা ও তজুমদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমির খসরু গাজী বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন (২৪ মার্চ) ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারপরও তিনটি ইউনিয়নে ১শত ৬০জন প্রার্থীর মাঝে আগামীকাল (২৫ মার্চ) প্রতীক বরাদ্দ দেয়ার পর নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো, যাচাই-বাচাই ১৯ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ২৪মার্চ, প্রতীক বরাদ্দ ২৫ মার্চ, ভোট গ্রহণ ১১ এপ্রিল। নির্বাচনে তিনটি ইউনিয়নে মোট ৭২ হাজার ৫শত ৫২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।