চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে তিনটি ককটেল উদ্ধার করেছে বিজিবি
স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করেছে বিজিবি’র একটি টহলদল। শুক্রবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলার জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে ককটেল গুলো উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত ক্যাম্পের, অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান।
এসময় জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ভারত থেকে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এ সংবাদের প্রেক্ষিতে টহলদল হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে। (৫৩ বিজিবি)’র অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।