প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪
সারাদেশের ন্যায় দৌলতখানেও শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ।
দৌলতখান প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় দৌলতখানে বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের অংশগ্রহণে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে দৌলতখান উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে নেতা কর্মীদের চাঙ্গা রাখতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলের বক্তব্যের মধ্যে একটা কথাই তুলে ধরেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে এবং হাসিনার দুঃশাসন মুক্ত একটি সুন্দর দেশ গড়ার কাজ সকলে মিলে করতে হবে।