একদিনেই মূলধন বাড়ল ২৫ হাজার কোটি টাকা
অর্থনৈতিক ডেস্কঃ
ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত দুদিনের মতো আজ বৃহস্পতিবারও (৮ আগস্ট) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে।
আজ লেনদেন ষোড়শ কোটি টাকার ঘরে চলে এসেছে, যা গত ১০৯ কর্মদিবসের মধ্যে সবোচ্চ রেকর্ড এটি। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ২৪ হাজার ৮৫৫ কোটি টাকা। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৯১ দশমিক ৪৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা, যা গত ১০৯ কর্মদিবসের মধ্যে সবোচ্চ রেকর্ড এটি। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ তিন হাজার ৯১৩ কোটি আট লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ৫৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ২৪ হাজার ৮৫৫ কোটি ২১ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৩০৬ দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২৪ দশমিক ৮১ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৬১৮ দশমিক ৭৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ৫৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ দশমিক ৯১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১১০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩২ দশমিক ৭৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৬৪টির বা ৯১ দশমিক ৪৭ শতাংশ ও কমেছে ২৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি সাতটির।
লেনদেনের শীর্ষে এদিন উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৬৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মার শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। দর কমার শীর্ষে উঠে এসেছে জেমিনি সীর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ।