কাল শপথ, ড. ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করব : সেনাপ্রধান
নিউজ ডেস্কঃ
আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : এনটিভি
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপেদষ্টা হিসেবে আমরা সর্বসম্মতভাবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করেছি। আগামীকাল দুপুর ২টা ১০ মিনিটে দেশে ফিরবেন এবং রাত ৮টার দিকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।
সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদরদপ্তরে আলাপকালে জানান, আমরা সবাই মিলে ড. ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা আশা করছি তিনি তাঁর দক্ষতা ও সক্ষমতা দিয়ে দেশে একটি সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবেন। সহযোগিতা করলে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ ও সমাজ গঠন করতে পারবো। এ সময় তিনি সবাইকে নিজ নিজ দায়িত্বে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যারা ভাঙচুর ও অন্যান্য অপরাধে জড়িয়েছে আমরা তাদের আইনের আনবো। খুব অল্প সময়ের মধ্যেই দেশের পরিস্থিতি আমরা স্বাভাবিক করতে পেরেছি। আমাদের পুলিশ একটি বিশাল বাহিনী। তাদের কার্যক্রম পুরোপুরি শুরু হলে সবকিছুই আরও সুন্দর হবে। এসময়ে আমাদের ছাত্ররা সহযোগিতা করছে। তারা নিজেরাই দেশের ট্রাফিক ব্যবস্থাসহ জনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ট দায়িত্ব পালন করে চলেছে।
ড. ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। তার দেশে ফেরা প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ড. মুহাম্মদ ইউনূস কাল (বৃহস্পতিবার) আসবেন। আমি উনাকে রিসিভ করতে যাব। তাকে সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী।
সবার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। কেউ গুজবে কান দেবেন না। আমরা সবার সঙ্গে চমৎকার পরিবেশে কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী সর্বদা জনগণের সঙ্গে আছে এবং থাকবে। আপনারা সবাই আমাদের সাহায্য করবেন। আপনাদের সহায়তায় আমরা দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবো।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে। ইতোমধ্যে পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের মনোবল ফেরানোর প্রচেষ্টা চলছে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের প্রশংসা করে তিনি বলেন, পুলিশ বাহিনী সক্রিয় হলে আবারও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।