শিক্ষার্থীরা পোলাও-কোরমা খেলেন গণভবনে ঢুকে

ভোলার কথা
নিউজ ডেস্ক সম্পাদক
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ গণভবনে ঢুকে পড়েন। সেখান থেকে কেউ কেউ নিয়ে যান বিভিন্ন জিনিসপত্র। আবার কেউবা প্রধানমন্ত্রী ও তার ভবনে বিভিন্ন পদে দায়িত্বরতদের জন্য রান্না করা দুপুরের খাবারও খেয়ে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী গণভবনে রান্না করা পোলাও-কোরমা খাচ্ছেন। আর উল্লাস করছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, বেলা আড়াইটায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়াল দেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। যাওয়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগও পাননি।