বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে আমির হোসেন আমুর শোক
বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
শোক বার্তায় আমির হোসেন আমু বলেন, আমি একজন ঘনিষ্ঠ স্বজনকে হারালাম। দেশ হারালো একজন খ্যাতিমান সাংবাদিককে।মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণতন্ত্রের স্বপক্ষে তার সাহসী ও ক্ষুরধার লেখনী অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে।
শোকবার্তায় প্রবীন আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও দেশের বিশিষ্ট সাংবাদিক কলাম লেখক পীর হাবিবুর রহমান গত শনিবার বেলা পৌনে ৩ টার সময় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন । তাঁর অকাল মৃত্যুতে গণমাধ্যম মহলে শোকের ছায়া বিরাজ করছে ।