চরফ্যাশনে মডেল মাদরাসায় প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত
চরফ্যাশন প্রতিনিধিঃ
আলোকিত সন্তান পিতা মাতার অবদান এই বিষয়কে সামনে রেখে ভোলার চরফ্যাশনে অবস্থিত তাযকিয়াতুল উম্মাহ উম্মাহ মডেল মাদরাসার অভিভাবকদেরকে নিয়ে “প্যারেন্টিং কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শরিফ পাড়ায় মাদরাসার ক্যাম্পাসে বিভিন্ন আয়োজনে অভিভাবকদের অভূতপূর্ব অংশগ্রহণে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারী পরিচালক ও তাযকিয়াতুল উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মো. মহিব্বুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও সমাজ চিন্তক ড. আ জ ম ওবায়েদুল্লাহ। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, আন্তর্জাতিক মানের মোটিভেশনাল স্পীকার, বিশিষ্ট লেখক, গবেষক, প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালট্যান্ট ড. আহসান হাবীব ইমরোজ।
অনুষ্ঠানে বক্তারা সন্তানকে সু-সন্তান হিসেবে তৈরি করতে মা-বাবার করনীয় সংক্রান্ত দিকনির্দেশনা ও উদাহরণ তুলে ধরে বলেন, ‘সোনা-মনি শিশুরা কাঁদা মাটির মতো, মা-বাবা সন্তানকে যেভাবে চাইবেন সেভাবে গড়ে তুলতে পারবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেনসহ বিভিন্ন শিক্ষাবিদ সমাজসেবক, সাংবাদিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকগন। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক।