বিএনপি নেতার নির্দেশে চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের অফিসে তালা মারার অভিযোগ
নিউজ ডেস্কঃ
মাদ্রাসা শিক্ষকদের একমাত্র পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা অফিসে উপজেলা বিএনপি বিতর্কিত সাবেক সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার নির্দেশে উপজেলা ওলামা দলের সভাপতি মহিবুল্লাহ রবিবার দুপুর ১২ টায় মাদরাসা সংঘটন জমিয়ত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।
ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পরে চরফ্যাশন উপজেলা জমিয়তের চলমান বৈধ কমিটি বাতিল করে নতুন কমিটি করতে ওলামা দল নেতা মহিবুল্লাহ উপজেলা জমিয়তের সভাপতি নিজামুদ্দিন হুমায়ুন সরমানকে হুমকি দেয়। এতে হুমায়ুন সরমান জানান, বর্তমান কমিটির সদস্যরা অনাস্তা না দিলে নতুন কমিটি গঠন করা সম্ভব না। শুক্রবার উপজেলা জমিয়তের জরুরি সাধারণ সভায় উপস্থিত সদস্যগণ বর্তমান কমিটি বহাল রাখাতে সম্মতি দেয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক সিনিয়র জমিয়ত সদস্য জানান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার পরামর্শে রবিবার দুপুর সাড়ে ১২টার ওলামা দলের নেতা মহিবুল্লার নেতৃত্বে ৪/৫ জন ডাকবাংলাস্থ জমিয়তে অফিসে তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে মাওলানা মহিবুল্লাহ জানান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক সাবেক জমিয়তে নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া জমিয়তের অফিসে তালা ঝুলিয়ে দিতে বলছেন। তিনি জানান, জমিয়তের বর্তমান কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার জন্য তিনি জেলা জমিয়াতুল মোদার্রেসীন সভাপতি বরাবর প্রস্তাব করলে তারা জানান, জমিয়তের গঠণতন্ত্রের বাইরে কোন সিদ্ধান্ত হবে না। বর্তমান কমিটি বহাল রাখতে জেলা কমিটি নির্দেশণা দিয়েছেন।
উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান জানান, তালা লাগানোর বিষয়টি আমাকে কয়েকটি মাদরাসা প্রধান বিষয়টি অবহিত করেছেন। বিষয়টি ভোলা জেলা জমিয়তের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করেছি। এ ব্যাপারে জেলা কমিটি সিদ্ধান্ত দিবেন।
এ বিষয়ে উপজেলা জমিয়াতুল মোদারেসিনের সভাপতি অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন সরমান জানান, বর্তমান কমিটি বিলুপ্ত করতে একটি মহল হুমকি দামকি দিচ্ছে। উপজেলা জমিয়তের সভাপতি ও সম্পাদক তাদের প্রস্তাবে রাজি না হওওয়ায় ওলামাদল নেতা মহিবুল্লাহ অফিসে তালা লাগিয়ে দেয়।