ভোলায় যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া আটক
মো: মেহেদী হাসান মাসুদ,(বাংলাবাজার – ঘুইংগারহাট) প্রতিনিধিঃ
ভোলায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) তার নিজ বাসা হতে আটক করা হয়।
শুক্রবার দুপুরে ভোলার ঘুইংগারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নৌ-বাহিনীর এক প্রেস ব্রিফিং এ লেফটেন্যান্ট কমান্ডার অপারেশন অফিসার রিফাত এ তথ্য জানান।
তিনি বলেন জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত ভোলার দৌলতখান থানাধীন ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব ও কোস্টকার্ড এবং বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তার বাসা তল্লাশি করে ১৫৫টি ইয়াবা, গাজা, ৯ হাজার ৫০০শ টাকা, ৪টি মোবাইল ফোন এবং ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে যানা যায়। জিজ্ঞাসাবাদ শেষে আটকৃত ব্যক্তিকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।