দৌলতখানে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোলার কথা
দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

দৌলতখান প্রতিনিধিঃ

দৌলতখানে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জয়নুল আবদীন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল নোমানকে সভাপতি ও সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিমকে সাধারণ সম্পাদক পদে আগামী ৩ বছরের জন্য নির্বাচন করা হয়। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নিজাম হাসিনা লামছিপাতা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান মাসুদ নির্বাচিত হন।

আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে ও জয়নুল আবদীন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জয়নুল আবদীন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রিনা আক্তার, জেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের রতন, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, নিজাম হাসিনা লামছিপাতা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শিমুল প্রমূখ।