ভোলায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
ভোলায় ছাদ থেকে পড়ে সোলাইমান (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভোলা পৌরসভার উকিল পাড়া গোরস্থান জামেয়া ইসলামিয়া মোহাম্মাদীয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। মৃত সোলাইমান ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে শিক্ষার্থীর নানা ভর্তি করে দিয়ে যায়। বর্তমানে সে নূরানীতে অধ্যায়নরত ছিলো।
জানা গেছে, বুধবার বিকেলে পরিবারের স্বজনরা সোলাইমানকে মাদরাসায় রেখে যায়। তখন সে পরিবারের সঙ্গে যেতে চেয়েছিলো। কিন্তু তারা জোর করে মাদরাসায় রেখে যায়। বৃহস্পতিবার ভোরে সবার সঙ্গে সোলাইমানকে ওজু করার জন্য উঠিয়ে দেয়া হয়। ওজু করে সব শিক্ষার্থী ফিরে আসলেও সোলাইমান ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে দেখা যায় মাদরাসার পেছনে পানির লাইনের পাশে সোলাইমানের নিথর দেহ পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে মাদরাসার একটি কক্ষে রেখে পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, পেছনের পানির লাইনের পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে ২ তলা সমপরিমাণ উচুঁ জায়গা থেকে পড়ে মারা যায় সোলাইমান। এর আগে কয়েকবার এই মাদরাসা থেকে সোলাইমান পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা আবার জোর করে এনে রেখে যায়।
ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশু সোলাইমানের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়।