মনপুরায় আওয়ামীলীগের কর্মসূচী প্রতিহত করতে মাঠে বিএনপি নেতা-কর্মীরা

ভোলার কথা
মনপুরা প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

মনপুরায় আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত শহীদ নুর হোসেন দিবসে বিক্ষোভ কর্মসূচী প্রতিহত করতে উপজেলা বিএনপির দুই গ্রুপের যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও ওলামদলের পৃথক পৃথক কর্মসূচী নিয়ে মাঠে অবস্থান করছে। রোববার সকাল থেকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত নেতা-কর্মীরা মিছিল-মিটিং সমাবেশ করেছে। বিকেলে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মাঠে অবস্থান করে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে।

এই সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা উপজেলার সদর দীঘিরপাড়, উপজেলা সদর হাজিরহাট বাজারে আওয়ামীলীগের অফিসের সামনে ও বিএনপির অফিসের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় জনতা অবস্থান করতে দেখা গেছে। এই সময় নেতা-কর্মীদের সড়কে ক্রিকেট খেলতে দেখা গেছে।

মনপুরা উপজেলা আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা আত্মগোপনে রয়েছে তবে উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী কয়েকজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জানান, কেন্দ্রীয় ঘোষিত শহীদ নুর হোসেন দিবসের কোন বিক্ষোভ-মিছিল করবে না তারা। তারা অভিযোগ করেন শনিবার ও রোববার মনপুরা ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবসহ অনেকের ওপর হামলা করে আহত করা হয়েছে। এছাড়াও অনেকে নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ আনেন তারা। তারা এই সমস্ত কর্মকান্ড পরিহারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা ছাত্রদলের আকবায়ক একরাম কবির জানান, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দল আওয়ামীলীগকে কোন ছাড় নয়। তারা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেই জন্য মাঠে অবস্থান করে প্রতিহত করা হবে। তবে হামলার ব্যাপারে তিনি বলেন, আওয়ামীলীগ সবসময় গুজব ছড়ায়। হামলার সাথে ছাত্রদল বা বিএনপির কোন সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জড়িত নয়। তাদের ওপর জনতার ১৬ বছরের ক্ষোভ রয়েছে।

এই সমস্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভোলা বিএনপির সদস্য আলহাজ্ব আবদুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, যুবদল নেতা মোঃ আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন ও উপজেলা ওলামা দলের আহবায়ক মাও. মোঃ শিহাব উদ্দিন, মনপুরা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মাহবুব, যুগ্ম আহবায়ক আপ্পান হাওলাদার ও সদস্য সচিব স্বপন মিয়াসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

অপরদিকে বিকেলের কর্মসূচীতে বক্তব্য রাখেন চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনপুরা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক অহিদুর রহমান, যুবদল নেতা মোঃ বাবুল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জিয়া, খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সম্পাদক আবদুর রহমান ও মনপুরা ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল সহ অন্যান্যরা।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, মনপুরা উপজেলায় অস্বাভাবিক পরিস্থিতি যাতে না ঘটে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থেকে কাজ করছে পুলিশ।