উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান ভোলা-বরিশাল ব্রিজ দৃশ্যমান করতে
![](https://www.bholarkotha.com/wp-content/uploads/2024/11/Screenshot_20241103-115735_Chrome-480x260.jpg?v=1730638535)
স্টাফ রিপোর্টারঃ
ভোলা-বরিশাল ব্রিজ দৃশ্যমান করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও সেতু উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার (১ই নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভোলা সার্কিট হাউজে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক এম ওবায়দুর রহমান বিন মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন অমির স্বাক্ষরিত এ স্মারকলিপি স্বহস্তে প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, দ্বীপজেলা ভোলায় দেশের প্রায় ৩৫% ইলিশ সহ ৫০% মৎস্য আহরণ করা হয় এই জেলায়। বৈরী আবহাওয়ায় নৌপথ বন্ধ হলে সেতুর অভাবে কোটি কোটি টাকার মৎস্য নষ্ট হয়ে যায়। ভোলায় রয়েছে প্রচুর গ্যাস সম্পদ। ভোলা থেকে প্রাকৃতিক গ্যাস আনতে এই সেতু ব্যবহার হবে। তাছাড়া সেতুটি বাস্তবায়ন হলে ভোলা হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। ভোলার প্রায় ২০ লক্ষ জনগণ সড়ক বিচ্ছিন্ন হওয়ার কারণে অত্র অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ভোলাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে অবহেলিত রয়েছে। একটি সেতুর অভাবে মুমূর্ষ রোগী বিনা চিকিৎসায় পথিমধ্যে মারা যায়। ভোলা উপকূলীয় জেলা হওয়ার কারণে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের প্রিয় জন্মস্থান ভোলার উপরিউক্ত বঞ্চনার কথা বিবেচনা করে হাজারো শহীদের রক্তে অর্জিত অন্তবর্তী সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের উপদেষ্টা হিসেবে আপনার নিকট আমাদের দাবীগুলো পেশ করছি।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর মোশারফ অমি, শিক্ষক নাজিম উদ্দীন চৌধুরী, রাজীব হায়দার প্রমুখ।