লালমোহনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ
বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ভোলার লালমোহনে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিন করা হয়েছে। গণঅধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে রবিবার (২৭ অক্টোবর) আসরবাদ লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড় হয়ে উত্তর বাজার ঘুরে এসে লালমোহন চৌরাস্তায় শেষ হয়।
পরে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ভোলা জেলার সদস্য সচিব আতিকুর রহমান (আবু তৈয়ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার যুগ্ম-সদস্য সচিব মো. সোহেল (রানা), লালমোহন উপজেলা সদস্য সচিব শাহিন হাজী, লালমোহন পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
আলোচনায় বক্তরা বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের ইতিহাস আপনারা সবাই জানেন। এখন সময় এসেছে পরিবর্তন করার। প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে।মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ-অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র মুক্তির পক্ষে এই দল আন্দোলন করেছে। তবে এখনো পুরোপুরি মুক্তি আসেনি। আগামী বাংলাদেশের মানুষ গণ-অধিকার পরিষদের মার্কা ট্রাক প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য গণ-অধিকার পরিষদকে ক্ষমতায় নিয়ে আসবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সমন্বয়ক মো. আকতার হোসেন, সদস্য আরিয়ান আরমানসহ লালমোহন উপজেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।