ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ারের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন কমিটি গঠন

ভোলার কথা
লালমোহন প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মাওলানা আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট লর্ডহাডিঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে আইবিডব্লিউএফ লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের উদ্যোগে লর্ডহার্ডিঞ্জ বাজার জামে মসজিদে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠাস সঞ্চলনায় ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের লালমোহন উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী এম এ হাসান, সেক্রেটারী মো. সোলাইমান জমাদার, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রটারী মাওলানা মোহাম্মদ। এসময় বিভিন্ন ব্যবসায়ীদের উপস্থিতিতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন কমিটি গঠনের কাজ সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলে মহান আল্লাহ সুবহানাহু তা’আলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।