দৌলতখানে উৎসব মুখর পরিবেশে মৎস্যজীবি দলের পরিচিতি সভা

ভোলার কথা
আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধিঃ

দীর্ঘ দেড় যুগ পর উৎসব মুখর পরিবেশে মৎস্যজীবি দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় দৌলতখান সৈয়দ পুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ সামছুদ্দিন। বিশেষ অতিথি সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিক মাষ্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন জুয়েল, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোঃ আলী বেপারী, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ বাদল মোহাজন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম হাওলাদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দৌলতখান বাজারে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।