স্বাস্থ্য বিভাগ কর্তৃক উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলার কথা
আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

আশরাফ উদ্দিন, দৌলতখান প্রতিনিধিঃ

স্বাস্থ্য বিভাগ কর্তৃক উপজেলা পর্য়ায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিনা খান, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও হাসপাতালে চিকিৎসকসহ কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ কর্তৃক ২৪ অক্টোবর থেকে মাসব্যাগী বিদ্যালয় ও কমিউনিটি পর্যায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে ১০ থেকে ১৪ বয়সের মেয়ে দের ঐচঠ টিকা কার্যক্রম সফল করার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।