চরফ্যাশনে চাল না পেয়ে পৌর জেলেদের বিক্ষোভ মিছিল
চরফ্যাশন প্রতিনিধিঃ
জেলেদের চাল নিয়ে আর ছিনিবিনি চলবে না। জেলেদের অধিকার দিতে হবে দিয়ে দেও এই শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ মিছিল বের করেছে চরফ্যাশন পৌর মৎস্যজীবি দল। বুধবার সন্ধ্যা চরফ্যাশন বৃহৎ মাছ বাজার মৎস্য অফিস থেকে মিছিলটি বের করে শহরের উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যলয় সামনে গিয়ে সদর রোডে প্রতিবাদ সভা করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পৌর মৎস্যজীবি দলের সভাপতি বাবুল সিকদার বলেন, গত মঙ্গলবার পৌরসভা ভুয়া মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রকৃত জেলেরা মৎস্য চাল থেকে বঞ্চিত ছিল। এই চাল নিয়ে নয়ছয় চলছে,বিক্ষোভের পরেও যদি প্রকৃত জেলেদের মাঝে সঠিকভাবে চাল বিতরণ করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে এবং পৌরসভা ঘেরাও করা হবে। ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি কামাল, সম্পাদক মজিব মাতাব্বর, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মিয়া প্রমুখ।