দৌলতখানে সাইফুল নামে এক মানসিক রোগী নিখোঁজ 

ভোলার কথা
দৌলতখান প্রতিনিধি সম্পাদক
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

দৌলতখান প্রতিনিধিঃ

মোঃ সাইফুল নামের ২৪ বছর বয়সী একজন মানসিক রোগ সম্পন্ন যুবক গত মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ। উক্ত নিখোঁজ ব্যক্তির বাড়ি দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে, চর খলিফা মাদ্রাসার নিকটে। বিগত তিন মাস যাবৎ সে মানসিক রোগে আক্রান্ত। তার স্ত্রী ও একটি দের বছরের মেয়ে আছে। কিছূটা ভারসাম্যহীন হলেও মাঝেমধ্যে তার স্ত্রী ও মেয়েকে দেখতে শশুর বাড়ীতে যেতেন আবার নিজের বাড়িতে ফিরেও আসেন। কিন্তু বিগত মোঙ্গল বার বিকেলে থেকে সাইফুল আর ফিরে আসেনি।

সাইফুলের পিতা মোঃ বাবুল ছেলেকে তিন দিন যাবত না পেয়ে প্রায় দিশেহারা, পরবর্তীতে তাদের কিছু শুভাকাঙ্ক্ষীর পরামর্শে থানায় জিডি করে পুলিশ প্রশাসন সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।